দিবস

মসজিদ

by admin on | 2023-04-26 16:40:54

Share: Facebook | Whatsapp | Visits: 263


মসজিদ



মুয়াযযিনের মধুর আযান ধ্বনিতে ইথারে ভেসে আসে আল্লাহু আকবর,

বেহেশতের ঐ গুলবাগিচা মুক্তির সুনিশ্চিত সাধন সে তো আল্লাহর ঘর।

আযানের ডাকে আল্লাহর গুনগান গাইতে ছুটে আসে মোমিন মুসলমান,

দিবস-‌নিশিথে সিক্ত মন-প্রাণে তেলওয়াত হয় পবিত্র আল-‌কোরআন।

ঐশী প্রেমের পবিত্র স্থান যেথা কাতারে কাতারে মোমিনের হয় মিলন,

আত্মিক প্রশান্তির পূর্ণ আলোয় হেথা প্রতিনিয়ত চলে সত্যের দিকদর্শন।

শেষ বিচারের নিদানের তরে নামাজ কায়েমে হেথা দলে দলে সবে ছুঁটে আসে,

ধনী দূর্জন কত সুজন ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে দাঁড়ায় সবার পাশে।

আল্লাহর তরে শির লুটায়ে হেথা মুসলিম উম্মাহর জীবন হয় সফল,

ঈমামের পিছে কাতারে দাঁড়ায়ে নিরবে নিভৃতে বুনে আখেরের ফসল।

কোরআনের বাণীর মধুর তানে মর্মে মর্মে ঢেউ উঠে ভক্তির তুফানে,

প্রাণের শোণিত ধারে রক্ত ঝরিয়ে হেথা আবাদ হয় মোহ মুগ্ধমনে।



Leave a Comment

©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal