by admin on | 2023-04-26 16:47:28
Share: Facebook | Whatsapp | Visits: 315
শ্রাবণের মেঘগুলি আকাশে লুুকোচুরী খেলায়,
কত রূপে সাজে কালো মেঘ বেলা অবেলায়।
আকাশের বুকে ক্ষণে ক্ষণে কত রঙ বদলায়,
আঁধার কালো মেঘ ভর করে মনের ছোঁয়ায়।
বলাকারা উড়ে যায় মেঘের পানে, হাওয়ার তালে,
ওদের মত ছুঁয়ে যেতে চায় মন মেঘের কোলে।
ঘোর বরিষণে মেঘের আঁচলে বৃষ্টির দৌড়াদোড়ি,
অন্তহীন আকাশে ব্যাকুলচিত্তে মেঘের উড়াউড়ি,
আকাশ ফুঁড়ে সহসা নামে অঝর ধারায় বৃষ্টি,
দুষ্ট বাতাসে মেঘের দলে মিশে যায় অবাক দৃষ্টি।
হারিয়ে যেতে ইচ্ছে করে রিমঝিম বৃষ্টির মূর্ছনায়,
সে মধুর সুরের ঢেউ খেলে যায় ফোঁটায় ফোঁটায়।
বৃষ্টির ছন্দে জলতরঙ্গে মনে জাগে হিমেল কাঁপন,
কেমন করে ঘর ছেড়ে জানায় ভেজার আমন্ত্রণ।
এমন দিনে এক ঝাঁক স্বপ্ন উড়ে শ্রাবণের আকাশে,
তন্বী দেহে যেন নুপুর বাজে কোমলতার আবেশে।
©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal