by admin on | 2023-04-26 16:45:13
Share: Facebook | Whatsapp | Visits: 250
নীল আকাশ ঢেকে দিয়েছে আকাশ ছোঁয়া অট্টালিকার সারি,
আলোক ধাঁধায় হারিয়ে গিয়েছে ছায়া সুনিবিড় ছোট্ট টিনের বাড়ি।
রাত্রির কোলাহলে সুউচ্চ অট্টালিকা যান্ত্রিকরূপে হয়েছে আঁকা,
সুবিশাল গার্ডেন সিটির আন্তরিকতা কৃত্রিমতায় পড়েছে ঢাকা।
কোথায় সে ভুবন ভূলানো হাসি, তাল-পাখার বাতাসের আনন্দ,
হারিয়ে গেছে সেই ছায়া দেয়া গাছ, শ্যামল মাটির সোঁদা গন্ধ।
বিলীন হয়েছে প্রকৃতি প্রদত্ত সহজাত প্রবৃত্তি আদর সোহাগ মাখা স্নেহ,
ছিন্ন গোলপাতার ঘরে মাছের ঝোলের স্বাদ, কৃষকের ক্লান্ত দেহ।
নেই হেথা জোনাকীর ঝিঁ ঝিঁ ডাক, জোছনা জড়ানো ফুরফুরে চাঁদ,
এখানে যত আলো তত অন্ধকার, বড় বড় দালান রক্তের দাগ।
কোথায় হারালো সুবাসিত স্নিগ্ধ হাওয়ায় সোনালী ফসলের ছোঁয়া,
শুধুই বিষাক্ততায় ভরা নিয়ন আলো, ধূসর আকাশ, কালো ধোঁয়া।
হারিয়ে গিয়েছে অরণ্যের ওপারে ডুবন্ত সূর্য, আম জামের গাছ,
মাচা ভরা সীম লাউ কুমড়ার ফুল সেই সাথে সবুজ দূর্বা ঘাস।
হারিয়ে গিয়েছে ঘাস ফড়িং মধু মাছি প্রজাপতি, খাল বিলের তরঙ্গ,
ভুলে গিয়েছি কেমন করে টুনটুনি ঠোটের চোটে ধরে কীট পতঙ্গ।
তপ্ত নগরী ধূ ধূ প্রান্তর, হেথা নেই কোন সবুজের সজীবতা,
ক্লান্তি শেষে এক বুক আক্ষেপ, এখানে নেই সুখের পেলবতা।
১লা রমজান ১৪৪৪ হি:
©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal