বিচলিত মন

কুসংস্কার

by admin on | 2023-04-26 16:48:20

Share: Facebook | Whatsapp | Visits: 105


কুসংস্কার



কত সহস্র কুসংস্কারে দেশটা আছে যে ভাই ছেঁয়ে,

বিজ্ঞানের যুগে এখনও আছি আঁধারের দিকে চেয়ে।

চুলকালে ডান হাতের তালু কাড়িকাড়ি আসে টাকা,

বাম হাতের তালু চুলকানিতে পকেট হয়ে যায় ফাঁকা।

পেঁচা ডাকলে যখন তখন আসতে পারে মহা আপদ,

ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আসে বড় বড় বিপদ।

বেজোড় শালিক দেখা মন্দ এটা মিথ‌্যা নয় একরত্তি,

ভোর বেলা স্বপ্ন দেখলে সেটা হয়ে যায় একদম সত্যি।

ডিম খেয়ে পরীক্ষা দেয়া মুরুব্বীদের একেবারে মানা,

দুঃখ আসে বাম চোখ কাঁপলে এ কথা সবার জানা।

সন্ধ‌্যাবেলা কালো কাকের ডাক যত বিপদের কারণ,

হঠাৎ করে শকুন ডাকলে আপন জনের হয় মরণ।

বৃষ্টির সাথে রোদ উঠলে শিয়াল মামার হয় যে বিয়ে,

ভর দুপুরে পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি নিয়ে।

সত‌্য কথার যাচাই হয় টিকটিকির টিক টিক ডাকে,

বউ পাগল হয় সেই ছেলে ঘাম যদি ঝরে তার নাকে।

উল্টো জুতো বসত বাড়িতে রাখা একেবারেই বারণ,

জেনে রাখো কালো বিড়াল দর্শন সব বিপদের কারণ।

রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে আসবে নেমে অভাব,

ফল ভালো হবেনা রাতে যদি থাকে লেনদেনের স্বভাব।

যমজ সন্তান জন্মায় খায় যদি কেউ জোড়া কলা,

মুখে নিলে স্বমীর নাম পূর্ণ হয় অমঙ্গলের ষোলকলা।



Leave a Comment

©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2024 | Admin-Panal