by admin on | 2023-04-26 02:31:35 Last Updated by admin on2024-11-21 14:37:07
Share: Facebook | Whatsapp | Visits: 97
বিষন্ন সুন্দর স্বপ্নগুলো ধীরেধীরে হচ্ছে আকাশ সমান,
হৃদয়ের কূল ভেঙ্গে তা যেন আজ কাগজের বিমান।
স্বপ্ন ছিল স্বপ্ন দেখার, স্বপ্নের মাঝে দিচ্ছি ডুবসাতার,
স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে আকাশ আমার ঘন অন্ধকার।
স্বপ্ন সেতো স্বপ্ন নয় মনে হয় মৃত্যুর ভিতর পথ চলছি,
নির্বোধ আমি বুঝিনা, ক্লান্ত নীল হতাশায় শুধু জ্বলছি।
স্বপ্ন কাঁদায়, স্বপ্ন হাসায়, স্বপ্ন ভাবায় নানান ছলে,
আঁধার ভরা মনের ঘরে, স্বপ্ন প্রদীপ ক্ষণে জ্বলে।
মন কাঁদে নির্জনে, স্বপ্ন ভঙ্গের কষ্ট কেন যে কাঁদায়?
কে জানে, কিসের টানে, কখন অজান্তে বুক ভাসায়।
স্বপ্ন আমায় পিছু ডাকে, স্বপ্ন আমায় বাঁচতে শেখায়,
স্বপ্ন জোগায় মুখের ভাষা,স্বপ্ন আমায় হাঁটতে শেখায়।
স্বপ্ন ছুটে স্বপ্ন টুটে, তার পিছনে ছুটে আমার জীবন,
স্বপ্ন দেখায় পথের দিশা, স্বপ্ন কাঠির ছোঁয়ায় মরণ।
অভিলাষে জেগে থেকে মন, স্বপ্ন হঠাৎ বাঁচতে শেখায়,
প্রবল উচ্ছ্বাসে মন জাগে তাই স্বপ্ন ছোঁয়ার প্রতিক্ষায়।
চুপিচুপি কে যেন বলছে আমায় হারাইনা যেন বিশ্বাস,
নিবিড় অন্ধকারে না ফেলি যেন স্বপ্ন ভাঙ্গার দীর্ঘশ্বাস।
স্বপ্ন অনেক হাতছানি দেয়, জীবনের সময় বাকি অল্প,
তবুও স্বপ্ন জীবনের নেশা,স্বপ্ন জীবনের অবিরাম গল্প।
©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2024 | Admin-Panal