by admin on | 2023-04-26 16:46:22
Share: Facebook | Whatsapp | Visits: 255
চঞ্চল মন ক্ষণে ক্ষণে হায় দোলা দিয়ে যায়,
দখিনা সমীরে অন্তর দোলায় চঞ্চল হাওয়ায়।
উতলা প্রাণ করে আনচান চঞ্চল পুলকরাশি,
ভ্রমরগুঞ্জনে কল্পনায় আসি করে অবগাহি।
দিশেহারা মন আজিকে শোনেনা কোন কথা,
যতই বাঁধিতে চাই তারে বাড়ে তার চঞ্চলতা।
অচেতন চিতে গুনগুন গীতে বাড়ায় স্হবিরতা,
পলকে, আলোকে জাগরণে জাগে অস্থিরতা।
বাঁধিতে চাহি তারে বারে বারে কোথা বাঁধি তারে?
না মানে শাসন, না শুনে বারণ কেবা ধরতে পারে?
দুরন্ত দূর্বার, নাহি ভয় হারাবার, ছিন্ন মায়ার বাঁধন,
অবিরত ছুটে চলে, নীলাকাশে ওড়ে পাখি যেমন।
রঙিন স্বপন নিমগ্ন মন চপলা চঞ্চল সারাক্ষণ,
নানা আঙিনায় চঞ্চল মনে কত রূপের শিহরণ।
ছুটন্ত নদী, ছুটন্ত ঝরনার মতন করে আলিঙ্গন,
সুখাদোরে করি যতন, ওহে আমার চঞ্চল মন।
©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal