by admin on | 2023-04-26 16:44:15
Share: Facebook | Whatsapp | Visits: 246
রিনিঝিনি চুড়ি, ছন্দের তালে বাজে রুম ঝুম নুপুর,
পাগল করে আমায়, হিয়ার মাঝে বাজে অচেনা সুর।
নোটন খোঁপায় বাঁধো যখন ঝুমকো জবার শত ফুল,
মন ময়ূরী দোলে,এলিয়ে রাখ যখন মেঘ কালো চুল।
কর্ণে যখন ঝুমকো দোলে,তোমার রূপের নহর সাজে,
ইচ্ছে করে থমকে দাড়াই, মন বসেনা আপন কাজে।
তোমার অতো বড় চোখ,দীর্ঘশ্বাস,বুকের উষ্ণ নিঃশ্বাস,
উদাস হিয়া দোলায় আমায়, জাগায় মনে প্রেম বিশ্বাস।
সর্বনাশা ঐ চোখে যখন দেখি কাজলের চিকন টান,
ভালবাসার টানে মন আমার উত্তেজনায় করে স্নান।
মনের পলিতে বৃষ্টি ঝরায়, তোমার মুচকী মিষ্টি হাসি,
সোনাবরণ ঐ গালে টোল, চাঁদ বদন বড্ড ভালবাসি।
লাজুক রাঙা বাঁকা চাহনি কি জানি কি বলতে চায়,
প্রণয় নীলিমায় প্রেম আবেশে মন আমার হারিয়ে যায়।
ঐ চাঁদ মুখের কালো তিলে মলিন হয় আকাশের তারা,
কি অপরূপ গন্ধমূষিক বাম গালের তিলের ধারা।
বেশ লাগে তোমার প্রিয় নথ ও নাকের ছোট্ট নোলক,
মন মজেছে,প্রাণ পড়েছে শিহরণে,পড়েনা কোন পলক।
লাল আবরণ যখন দেখি ঐ রক্ত জবা গোলাপ ঠোঁটে।
লাল আবিরের মিছে অধিকার যেন কারো না জোটে।
মিষ্টি মধুর চাঁদ কথন চপলা চঞ্চল উদাসী হও যখন,
কেমনে বলি তুমি প্রিয়জন, তোমায় খোঁজে অবুঝ মন।
©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal