বিবিধ

দাও মুক্ত আকাশ-সিন্গ্ধ বাতাস

by admin on | 2023-04-27 12:00:10

Share: Facebook | Whatsapp | Visits: 431


দাও মুক্ত আকাশ-সিন্গ্ধ বাতাস



এ বিশ্বকে গড়ে তুলো যদি শিশু বান্ধব নিরাপদ স্থান,

তবেই‌বিকশিত হবে শিশুর কোমলমতি নিষ্পাপ প্রাণ।

যদি দিতে পার সামর্থ‌্য ও শক্তির স্বাভাবিক বিকাশ,

তবে শিশুর হবে স্বপ্রণোদিত স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ।

ভয়হীন, আকর্ষণীয় শিখনের দাও যদি তার অধিকার,

জঞ্জাল সরিয়ে নিরাপদ করতে থাকুক দৃঢ় অঙ্গীকার।

সুষম বিকাশে দাও যদি মুক্ত আকাশ-সিন্গ্ধ বাতাস,

তবে মেধা ও মনন দিয়ে বিশ্ব দ্বারে গড়বে সে ইতিহাস।

শিশুর সাথে শিশুর তরে নবরূপে বিশ্বকে যদি গড়ো,

নগন‌্য নয় অগন‌্য এ শিশু কখনও হবে না জড়সড়ো।

যদি নিগ্রহ রোধে শৈশবকে রক্ষা করার দাও অধিকার,

তবে সংহত হবে অধিকার, আইন থাকবেনা নির্বিকার।

যদি দ্বিধা-দ্বন্দ্ব ভুলে জাগাও বিবেক সুপ্ত যত আবেগ,

কাগজের অধিকার ধূলায় লুটিয়ে ফেলবে তার প্রভাব।

যদি পবিত্রতায় শিশুকে গড়ো অপূর্ব, নির্মল, নিষ্পাপ,

তবে প্রাপ‌্য অধিকারে বিধাতার নাহি রবে অভিশাপ।



Leave a Comment

©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal