বিবিধ

পাপ

by admin on | 2023-04-26 16:50:22

Share: Facebook | Whatsapp | Visits: 402


পাপ



জীবনে ভেসে চলে পাপ পূণ্যের স্রোত,

ঢেউ এসে ধুয়ে কখনো করে দায় শোধ!

ক্ষণে অযাযিত বৃষ্টি পড়ে মনের ভিতর,

তবুও চোখের জল জানেনা বৃষ্টির খবর।

প্রতিনিয়ত করছি ছোট বড় কাজ কত,

জেনে না জেনে করছি পাপ শত শত।

মাঝে মাঝে প্রেম দিয়ে মোরা পাপ কাটি,

কিংবা পাপ দিয়ে প্রেম করি দৃশ‌্যত খাটি।

চলার পথে রৌদ্র ঔজ্জ্বল‌্য তানে-তাপে,

ডুবে থাকা প্রেম জাগে প্রগাঢ় শত পাপে।

কিছু কিছু পাপে ফোটে ক্ষণিকের ফুল,

কিছু পাপে হয় জীবনের বড় বড় ভুল।

আবার কিছু পাপে আসে ক্ষণিক বসন্ত,

বিনিদ্র খেয়ালে জেগেও থাকে ঘুমন্ত।

ফুল আর ভুলে কাটে ছোট্ট এ জীবন,

এভাবেই একদিন জীবন সূর্যের পতন।

সুন্দর এ ধরা তল শুধুই ‌কি অভিশাপ?

পার পেয়ে যায় ধরায়, পাপী করে পাপ।

পাপ অ-পাপের হিসেব প্রভু যদি চায়,

কি হবে জানিনা হায়! মোদের উপায়।



Leave a Comment

©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal